প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

           দহন

কে তুমি বাজিয়ে বাঁশি আনমনে হেঁটে চলে যাও ..।
শুনে সে উদাসী সুর মনে ওঠে বেদনার ঢেউ ।
আকাশ -বাতাস কাঁদে থমথমে উদাসী ব্যাকুল ,
যদি আমি ভুল করেও করি কোন ভুল
শোধাবে যে সেই ভুল মোছাবে চোখের জল
নেই নেই কেউ ।।

রাত নামে নিস্তব্ধ হয়ে যায় ধরা ,
আমিতো নিজেকে ভাবি
রাত জেগে ছুটে চলা ডাক হরকরা ।
অলীক সুখের আশে ভেঙে দিলো
ছেড়ে গেল গরীবের নীড় …..।
ভুলতে আজো পারিনিতো
তার সে যতেক কথা মন মাঝে করে শুধু ভীড় ।
মন বলে ভাববো না আত্মা কিন্তু শোনে না যে কথা ,
আজো মাথা দপদপ বুক জুড়ে চিনচিনে ব্যথা ।।

0

Publication author

0
পেশায় স্বাস্থ্যকর্মী, নেশা সাহিত্যের আঙিনায় ঘুরে বেড়ানো। ভালোবাসি পড়তে আর মাথায় আসা চিন্তাসূত্র গুলোকে শব্দের বুননে বিমূর্ত ভাবে ফুটিয়ে তুলতে। যদিও জানি সেগুলো আমার পাগলামি ছাড়া কিছুই নয়.
Comments: 2Publics: 1Registration: 24-09-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।