দাবা
দাবা
-ভাস্কর পাল
ষোলো ষোলো গুটি নিয়ে
দুইটি দলের যুদ্ধ-
সাদা – কালো মিলে মিশে
হয়েছে এলোমেলো।
রাজা আছে – মন্ত্রী আছে
আছে কত সিপাই
অশ্ব – গজ – নৌকা নিয়ে
লেগেছে মহা লড়াই।
৬৪ টা স্থানের মধ্যে
৩২ টা দখল করে-
যুদ্ধ মঞ্চে নেমে পড়েছে
মগজাস্ত্র সচল করে।
দাবা খেলা নয় যে কঠিন
হয়তো একটু জটিল,
বুদ্ধি সত্তার প্রকাশ ঘটে
দাবার যুদ্ধ বোর্ডে।
Subscribe
Login
1 Comment
Oldest