দিন ভিত্তিক চাকুরে
দিন ভিত্তিক চাকুরে
হাকিকুর রহমান
দৈনিক ভিত্তিতে চাকুরীরত আছেন
জনাব নাসিরুল হক,
নিবেদিত প্রাণ চাকুরীর তরে
নহেন তিনি একেবারেই ঠক।
প্রতিদিন সঠিক সময়ে উপস্থিত হন-
এমনকি কোন কোন দিন,
সকলের আগেই পৌঁছান কর্মস্থলে,
মনোনিবেশ পূর্বক কর্মরত থাকেন-
যদিওবা কর্তৃপক্ষ বেশীর ভাগ দিনই
অধিক কর্মঘন্টায় ব্যস্ত রাখেন,
কোনও না কোনও ছলে।
এই অতিরিক্ত কার্যাদির জন্যে
পান না তিনি কোন পারিশ্রমিক,
মাসান্তে বেতনাদি গ্রহণ করিয়াই প্রীত
আর নাহি কিছু অনধিক।
তবুও তিনি নিষ্ঠ তাঁহার কর্মে
দ্বায়িত্বে-কর্তব্যে সদা সচেতন,
যদিও সকলই বৃদ্ধি পায় আনুষাঙ্গিক হারে
শুধুই বৃদ্ধি পায় না তাঁহার বেতন।
Subscribe
Login
0 Comments
Oldest