দিলাম তোমায়
দিলাম তোমায়
হাকিকুর রহমান
দিলাম তোমায় উজাড় করে,
সাঁঝ বেলাকার মেঘলা আকাশ
দিলাম তোমায় চিত্ত ভরে,
অস্ত যাওয়ার আলো।
দিলাম তোমায় দুঃখবিহীন যত দুখ,
দিলাম তোমায় সুখবিহীন যত সুখ।
দিলাম তোমায় শিশির ভেজা
মাঠে শুয়ে থাকার অনুভূতি,
দিলাম তোমায় এই অবেলায়
মুঠো ভরা রোদ্দুর।
দিলাম তোমায় নাবলা কথাগুলোকে
নতুন করে বলার সুযোগ,
দিলাম তোমায় সামনের ফাগুনে
আমার দুয়ারে আসার নিমন্ত্রণ।
দিলাম তোমায় নাচলা পথে
আবার চলার অনুমতি,
দিলাম তোমায় নুড়ি পাথরে ঘেরা
জনাকীর্ণ এই শহরের পিঠ।
দিলাম তোমায় শেষ বেলাতে
এক গুচ্ছ কুঞ্জলতা,
দিলাম তোমায় খেলার ছলে
সব ইচ্ছেগুলোকে হাতে তুলে…
Subscribe
Login
0 Comments
Oldest