দীনের দিন
সে কোন এক নিবিড় নিশীথ রজনী,
মলিন চোখে চেয়ে রয় সে ঐ কৃষ্ণ সরণি।
জীর্ণ বসন, সামান্য আসন, হয়ে ভবনহীন,
দিন গোনে ঐ দীন।
পীড়িত হৃদয় লয়ে, কত ব্যর্থ সান্ত্বনা পেয়ে,
দীনের দিন শেষ হয় আপন অশ্রুজলে নেয়ে।
যন্ত্রনায় প্রায় অচেতন, সীমাহীন বেদন,
কে শোনে ঐ ক্রন্দন?
হৃদয়ে শত আশা, দমিত তার ভাষা;
রোজ শুনতে হয় উপহাস খাসা।
নিজের জীবন বাজি রেখে করে বাজিমাত,
কে বাড়ায় সাহায্যের হাত?
শত হাসি-কান্না লয়ে, কত শত পথ ধেয়ে,
পথ চেয়ে রয় বিশ্বত্রাতার অপেক্ষায়।
সুরলোকের প্রত্যাশায় কাটায় বেসুরো জীবন,
করবে পরিত্রাণ তারে, আছে কি এমন উদার মন ?
Subscribe
Login
0 Comments
Oldest