দীপালির মগ – অসীম চক্রবর্ত্তী
পাঁচের ঐ পচা খালেতে, উঁচু এক বাঁকা ঢালেতে
নিতে জল আসতো কারা, যতসব ছন্নছাড়া
সারাদিন ব্যস্ত কতো, রাবণের চিতার মতো
হাতাহাতি ঝগড়া চলে, কলের ঐ চাতাল তলে।
হঠাৎ এক চিৎকারেতে খালেরই এ ধারেতে
অনেকেই আসলো জুটে হেঁটে নয় জরসে ছুটে
দীপালির মগ পড়েছে! সেকি ভাই কে ফেলেছে?
দীপালি নামলো জলে, মগ যে ভাসলো চলে।
মগকে ভাসতে দেখে, সব তার পিছনে ছোটে
কেউ ঢিল যেই না ছোড়ে, বাকিরা হেসেই মরে
সুধালো কেউ ধিরেতে, মজারই ঐ ভিড়েতে
আছে কি ঐ মগেতে, নেই আর এই ভবেতে?
হঠাৎই খ্যাঁকখেকিয়ে, দীপালি মুখ বেঁকিয়ে
দে-নারে মগটা তুলে, হাসিরব একটু ভুলে
আঁতকে সব চুপচাপ, বেটা দুই ঝাঁপ ধুপধাপ
পড়ল খালের জলে, ঠেলাতে মজার ছলে।
রেগে দুই তড়িঘড়ি, দিলি কেন সুড়সুড়ি
খালের ঐ পচা জলে হাত পা যে বড্ড জ্বলে।
অবশেষে মগ উঠিল, দীপালির হাসি ফুটিল
সকলের বাহবা ছাড়াই, দীপালি ঘরে ছুটিল।