দু’চোখের বিনিময়ে
ওই কি, ভেসে ভেসে যায়,
সাদা বক, ডানা মেলে কতদূরে,
দুধ-শোভা, কি অপরূপ!
কোথা থেকে এল, কোথায় বা যাবে সে?
দেখ, দেখ প্রিয় সখী,
দেখেছিস কি, একে আগে?
আয়, আয় চোখ রাখি,
ঐ বুঝি হারাল, মেঘের কোনে।
হায়! ও’কি আমার মন নিল,
কি ভালো লাগল, ওকে দেখে,
সকালের, ছড়ানো আলোয়,
রাধা ভাসে, অজানা আনন্দে।
সখী, তুই ডাক একবার,
সাদা বক’কে, জানাই ঠিকানা।
যেখানে, থাকে আমার কৃষ্ণ,
তার কাছে, পৌঁছে দেয়, যেন, দুটো কথা।
‘গলার হার’, দেবো বক’কে,
কৃষ্ণ যেন, নেয়, রাধা-মন ভেবে,
রাধার মনে, কি কথা আছে?
যেন, কৃষ্ণ জানে, হারকে হাতে ধরে।
কেন, দেখা দেয়’না প্রতিদিন?
ও’দুচোখে, কি আছে, জানি?
কি করে ফুরায়, দিন ও রাত,
কৃষ্ণকে ছেড়ে কি করে থাকি?
রাধার, ভুল হয়, কতবার,
যখনি, মুখ দেখি, নদী জলে,
মনে হয়, ও কালো চোখ যেন,
মিশে গেছে, রাধার দু’চোখে।
আঁখি জল, ঝরে তখনি,
না পারি, থাকতে কৃষ্ণ বিচ্ছেদে।
সে আমার ‘মিলন-অশ্রু’ জানি,
তাই মাখি, ‘কৃষ্ণ-সুখ’ ভেবে।
তাই বক এসো একবার,
নিয়ে যাও, রাধার, গলার হার,
তাঁর কাছে, গিয়ে বলো, একবার,
রাধা দিল, তার মূল্যবান ধন।
জানি, জানি কৃষ্ণের চেয়ে,
এ জগতে, কিছু অধিক মূল্য নয়,
তবু, রাধার সর্বস্ব দিলাম তাঁকে,
ও দুচোখের বিনিময়ে, এ’মন যে তাঁর।