দুনিয়াদারি” –মোঃ রহমত আলী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

দুনিয়াদারি –
============
মোঃ রহমত আলী
============
এই দুনিয়াদারি সব ক্ষেতখামারী,
মরণে রয়ে যাবে এক কবর নিশানি।
কি আর মূল্য আমার বলো,
এই দুনিয়ার কোলাহলে।
জনজীবনের কথা বলছি এই
দুনিয়াদারি-তে যা যা দেখেছি।
কেউ নহে কারো,এই দুনিয়াদারি-র
লোকালয়ে,সবে আপন অতি
খুব নিজ নিজ নিজেদের।
ভুল আমার সবই ক্ষেত্রফল
এই দুনিয়ার নিরালায়।

সুযোগবাদী এ দুনিয়া সারি,
ক্ষতি করে চুপিসারে।
পিছু লাগি থাকি সবে,
একটু আনন্দ যাদের কাছে।
এ দুনিয়াদারি-র মম নীতি
বুঝলাম না আজো আমি।
অনুতপ্ত সামনে সবে পিছু পানে,
সুযোগ বুঝে আঘাত হানে নির্বিচনে।
এ দুনিয়াদারি-র মম সবে,
ভুলে যে আছে একেবারে,
মরবে যে সবে একে একে,
তাই তো করে বুঝি পাপাচার অবিচার।

০৮.০৫.২০০৪

0

Publication author

offline 2 years

mdrahmatali

2
আস্সালামুআলাইকুম
mdrahmatali566.blogspot.com
Comments: 5Publics: 47Registration: 04-01-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।