দুর্নীতি -১
দুর্নীতি তুমি সাম্রাজ্যবাদে সৃষ্টি,
কর্পোরেটে মোড়ানো আধুনিক,
নৈতিকতা ফাকা মানবিক।
তুমি উন্নতির অন্তরালয়ে,
পাশ্চাত্য প্রশ্রয়ের উন্নত নীতি।
সভ্যতা বিকাশের স্লোগানে,
লুণ্ঠিত আজ মানব জাতি।
দুর্নীতি তুমি দাতা পাশ্চাত্যের,
শুন্য করে আমার ভান্ডো,
লুণ্ঠের টাকা তোমার ব্যাংকব্যালেন্সে।
উন্নত বিশ্ব ভক্ষকের কর্তা,
এই শতাব্দীতে আমরা শ্রেষ্ঠ বোকা।
Subscribe
Login
0 Comments
Oldest