দু কল্কে কবিতা | স্বরচিত কবিতা পাঠ-শারমিন ইসলাম শর্মি
দু কল্কে কবিতা
স্বরচিত কবিতা পাঠ -শারমিন ইসলাম শর্মি
এই যে ভাই শুনছেন,
দুটো দামি ব্রান্ডের সুগন্ধি কবিতা হবে?
কিংবা দু এক পেগ কবিতা হলেও চলবে।
গলায় ঢেলে দিলে কেমন সুখে ঘুম ঘুম পাবে।
বড্ড বিশ্রী সময় যাচ্ছে ভাই!
কেউ কথা শোনে না সক্কলেই ঠুটো জগন্নাথ।
কবিতা চাইলে বলে -তুই মর গিলে ছাইপাশ !
তাই এবার কবিতার সাথেই বাঁচতে চাই।
হবে ভাই কবিতা, হবে?
দু কল্কে কবিতা চাই আমার।
ছ্যাৎ করে আগুন ধরালেই ধোঁয়ার পরান,
বাতাসে হুড়মুড় করে দৌড়োবে বাসন্তি মনের কথারা।
লাল নীল বাহারি দু:খ পুড়িয়ে শ্মশান করবো!
আর বেশি কিছু না,
এই…, দু চারটে চাওয়ার
মাটি চাপায় একটা দীর্ঘ কবরস্থান!
এই যে ভাই শুনছেন,
হবে কি দুটো দামী ব্রান্ডের সুগন্ধি কবিতা!