দেখোই না বলে তুমি!
সতেজ সরষে ফুল ঢেকে বাঁকা আল,
সহ্য করবে শত ফড়িং এর চাল।
দোয়েল বাজায়ে শিস
গাইবে অহর্নিশ
এনেই সে’ হেলে পড়া সোনালী বিকাল।
দেখোই না বলে তুমি ‘হাঁটবে কি কাল!’
হলেও শীতের প্রাতে ছাগ তালকানা,
কুহেলী ছড়াবে ঘাসে মুক্তোর দানা।
গোধূলির লাল রবি
আঁকবে বকের ছবি
বাঁকা চোখে দূরে ঠেলে হাঁসের কচাল!
দেখোই না বলে তুমি ‘হাঁটবে কি কাল!’
ফাগুনের শাখে মিলে শালিকের মতি,
সাজবে মাতাল ডাকে বাগিচার পতি।
ব্যাকুলে জোনাকি উড়ে
গড়বে সাঁঝের কুঁড়ে
আঁধারের বুকে যেচে সোহাগী চাতাল।
দেখোই না বলে তুমি ‘হাঁটবে কি কাল!’
চষলে হুতোম ডেকে ভীতি আড়ে বসি,
উঠবে নিশির ভালে রূপা ঝরা শশী।
নীরদের আলাপন
বাঁধবে পুষির মন
হলেও শ্বাপদী আশা বিরূপে বেতাল।
দেখোই না বলে তুমি ‘হাঁটবে কি কাল!’