ধূওরি!
ধূওরি! কিছুই ভালো লাগছে না মন ভারি,
চার দেয়ালে বন্ধি জীবন
ঘিরে রেখেছে আমার ভুবন।
ইচ্ছে করে, বৃষ্টি হয়ে ঝরি মাটির বুকে,
সৃষ্টি হয়ে থাকি মনের ঘরে।
বাতাস হয়ে ছুটি সকলের তোরে,
ভূমর হয়ে থাকি ফুলের ঘরে।
সমুদ্রের তীরে বাধি বালুর বাসা,
পিঁপড়ের মনে জাগে আশা।
ধূওরি!কোনো কাজে মন বসে না
ইচ্ছে করে, মেঘ হয়ে আকাশের বুকে ভেসে বেড়াই,
চিল হয়ে উড়ে সুখের দেশ ঘুরে
নিজেকে হারায়।
ছোট -ছোট স্বপ্ন গুলো কাঁশবনেতে উড়ে,
অসুখী মানুষ গুলো একটু ভালোবাসা পেতে ঘুরে।
সালমা
Subscribe
Login
0 Comments
Oldest