নতুন আশা
নতুন করে কবিতা লেখা হোক,
নতুন করে আবার জাগুক আশা,
নতুন করে আবার গড়ে উঠুক
তোমার আমার মধুর ভালোবাসা ।
নতুন করে আবার নদির পাড়,
নতুন করে হোক না পথ চলা,
গড়ে উঠুক স্বপনের সংসার,
অনর্গল হোক না কথা বলা ।
স্তব্ধতায় আর পড়বে না কিছু ঢাকা,
সব কিছুই চলবে আগের মতো,
নয়কো আর পথ চেয়ে থাকা,
ঘুচিয়ে দেবো মনের আঁধার যত ।
নতুন ভোরে ধরবে পাখি গান,
নতুন সূর্য দিগন্তে দেবে দেখা,
জাগবে মনে নতুন প্রেমের বাণ,
লেখা হবে আমাদের প্রেম কথা ।
Subscribe
Login
0 Comments
Oldest