নতুন মানে শুরু হয়
রাত্রির আগমনে,
নক্ষত্রের জাগরণ।
একা আনমনে,
আলোর বিচ্ছুরণ।
আমার অবসরে,
আমার আবিষ্কার,
নক্ষত্রের দিকে,
বারে, বারে চোখ যায়।
আদি, অকৃত্তিম,
সৃষ্টির মূহুর্তে,
নক্ষত্রের জন্ম,
মহাশূন্যের বুকে।
আলোর জন্ম,
ভবিষ্যতের জন্য।
প্রাণের মূহুর্ত,
সাক্ষী হয় তার।
নক্ষত্রের চঞ্চলতা,
যেন জীবনের উচ্ছ্বাস।
যেন, আনন্দ ছাড়া,
মৃত্যুর পূর্বাভাস।
নক্ষত্র ভালোবাসে,
যেন, আমাকে বলে যায়,
আমার ভাষা বুঝে,
তুমি ছড়িয়ে দাও।
সৃষ্টির জন্ম,
আনন্দের মধ্যে,
প্রাত্যহিক জীবন,
তাকে, ঘিরে থাকে।
চেয়ে থাকি বারে, বারে,
ফুল, পাখি, পাহাড়ের দিকে,
প্রতিটা কনার মধ্যে,
সৃষ্টির আনন্দ জাগে।
আমার জন্ম তবে,
সার্থক হয় যেন,
নক্ষত্রের, ভাষা দিয়ে,
নতুন মানে শুরু হয়।