নদীর চোখে আকাশ।
নির্জন স্রোতস্বিনী জলভরা একটি নদী
নিরবধি চলে বহি ।
নদীর উপর নীল আকাশের ছায়া
তাইতো আকাশের প্রতি নদীর এতো মায়া ।
নদী ছুটে যায় কখনো অজানা মেঘলোকে ,
নীল আকশের প্রাণের মনোলোকে ।
আকশের অনেক রঙ ,
ক্ষণে ক্ষণে সাজে বহুরূপে ,
কখনো আকাশ ফিরে আসে
নিজের রুপে ,
কখনো আকাশের ছায়া পড়ে ,
নদীর বুকে ,
আকাশ নিজেকে দেখে
— নদীর চোখে ।।।
Subscribe
Login
0 Comments
Oldest