নদী ও আকাশ
কখনো সাদা – কখনো কালো মেঘে
আকাশেরও বুক যায় ঢেকে ।
কখনো আবার রোদেলা সূর্য হাসে ,
কখনো আবার দুঃখের ঝড় উঠে ।
যখন আকাশ অঝোর ধারায় কাঁদে,
আকাশের বেদনার মেঘগুলো ,
দুঃখের বৃষ্টি হয়ে ঝরে পড়ে নদীর বুকে ।
আকাশ দুঃখের বৃষ্টির ধারা ছড়িয়ে দিয়ে
তোলে আলোড়ন নদীর বুকে।
তাইতো নদী আকাশকে ভালোবেসে বাঁধে নদীর বুকে ।
আকাশের ওই কান্নায় …নদীরও বুক ভেসে যায় বন্যায়।
আকাশ তো বোঝে না, নদীও যে আকাশকে ভালোবাসে ।
Subscribe
Login
0 Comments
Oldest