নয়নাভিমান
নয়নাভিমান..
সুমিত..
তোমার ওই চোখে আমি আকাশের নীল সমুদ্র দেখেছি..
দেখেছি, সাগরের গভীরতা, সাগর-নদীর সঙ্গম।
দেখেছি ঝোড়ো হাওয়ার চঞ্চলতা, ফুলের স্নিগ্ধতা ..
আরো কত কী!
সেদিন পড়ন্ত বেলায় নিয়ন আলোয় দেখলাম
নীড় ফেরা পাখিদের কলতানে,নিস্তব্ধতা শেষে
আমি দেখেছি, ওই চোখে..
সাগর সঙ্গমের সেই নীল জলরাশি
যে নীল রং,আমি শরতের আকাশে দেখেছি।
ওই চোখ, ওই নয়ন..
আমাকে যেন টেনে নিয়ে যায়..
যেখানে বাঁশিওয়ালার সুর গুনগুনিয়ে ওঠে
বুকের মধ্যে ঝংকার ওঠে অনিমেষে
ওই চোখ, আমাকে মনে করায়
শরতের কাশফুলের ভেলা, ধবধবে সাদা মেঘ
আমাকে মনে করায়..
দীঘল কালো চোখে যেন কোনো নদী
কিংবা, সুদূর প্রসারী পর্বতের সারি
আমাকে মনে করায়..
শীতের একলা কোনো সকাল
মনে করায়..
জ্যোৎস্না রাতে চাঁদের অদৃশ্য ছায়া
আমি হারিয়ে যাই কোন স্বপ্নের দেশে
সেখানে ওই চোখ কথা বলে, কবিতা শোনে
চুলের মাঝে আঙ্গুল চালায় ভালোবেসে
সেই আনন্দ, সেই তৃষ্ণা, তৃপ্তি।
আমি জড়িয়ে নিয়েছি গভীরতা
পটল চেরা চোখ আমি দেখিনি!
তবে, আমি তোমাকে দেখেছি..
আমি তোমার নয়ন অনুভব করেছি
উপলদ্ধি করেছি সেই নয়নাভিমান
তোমার নয়নাভিমান আমাকে ভালোবাসতে শিখিয়েছে।
#মন_সায়রের_পারে