নষ্টনীড়________
নষ্টনীড়________
পূর্বালী দে
মধুর শব্দ জটে,ঘোরতর ঈশারায়
দিলখুশ একগাদা,প্লাবনময় ঢেউ,
উত্তর পক্ষ ধরে ভেসে এসে
সাজানো ঘরে, তুলকালাম করেনি কেউ…
উল্লাসে মেঘ জমে, আগামীর চোখ খোলা,
বাতায়নে স্নায়ু জমে, অকারণে কানমোলা…
রিক্ত সিক্ত আসনে,বাধ্যবাধকতা উঠোনজুড়ে
তবুও প্রয়াস অব্যাহত, ভালোবাসায় শরীর মুড়ে।
অর্ধনগ্ন আবেগে, বিশ্বাসী নষ্টনীড়ে-
আওতায় রাখা, মুষ্টিমেয় হাত,
আঘাতের আগুনে,জ্বলে যায়
নির্বাক কোনো ব্যক্তি জাত।।
Subscribe
Login
0 Comments
Oldest