নারী
কে তুমি নারী?
কন্যা-জায়া-জননী?
বধু-প্রিয়া-ভগিনী?
কি তোমার পরিচয়?
পিতৃ গৃহে দায়
স্বামী গৃহে দাসি
তনয় মাঝে তুচ্ছ
নিজভুমে পরবাসি।
জগতের যত কল্যাণ
বৃহৎ-মহৎ-মহীয়ান
সবই তো পুরুষের
কীর্তি, চির অম্লাণ।
পাথর কেটে মিনার
কে গড়েছে পিরামিড;
প্রেমের মন্দিরে জপে
সমাধিতে তাজমহল?
কি আছে বলার মত,
কি তুমি করেছ নারী?
আহামরি! সবত্রই নর
গড়েছে শহর, বন্দর।
নগরের যত পান্থশালা
যত নন্দিত চারুকলা
যত কারুময় নির্মাণ
সবই পুরুষের অবদান।
তোমায় কুর্নিশ করি নর
বীরত্ব সব তোমারই বটে
জেনে রেখো সকল পুরুষ
জন্মেছে এই নারীর পেটে।
Subscribe
Login
0 Comments
Oldest