নিঃসঙ্গতার সর্বনাম
দিনের আলো মরে এলে আঁধারের গায়ে লেগে থাকে পূর্ব াহ্নের দীর্ঘল ছায়াতল,
নিঃসঙ্গতার পিঠোপিঠি যত সর্বনাম অন্ধকারে ভেসে থাকা গহীন কালোজল।
বিষাদ সন্ধ্যা নামে চুম্বনের মতো ঘন হয়ে
আকাশী রঙের দেওয়াল কথাময় আলপথ
বিষয়ের চারিপাশে বেনামি সম্পাত যত বসে থাকি তিস্তার উপল বালুকাবেলায়।
ছায়াপথে বৃষ্টির পোয়েটিক ঝুরি নাম কথামুখ আধফোটা চাঁদের পুকুর
জ্যোৎস্নায় সাঁতরায় পুরাতন কথাকলি নিবিড় জীবনপথে কত নাম একাকী হারায়।
Subscribe
Login
0 Comments
Oldest