নিথল প্রাঙ্গণ” –মোঃ রহমত আলী
নিথল প্রাঙ্গণ”-
=============
মোঃ রহমত আলী
===============
কবি নিজেও জানে না
কি সেই কবিতা,
তবুও লিখে যায়,
শত সাজের হরফে
সাজায়ে এক কবিতা।
ভাষার আঙ্গিনায় রঙিন
রং এর গোলাপ জলের
সিয়াহি তে আঁকা ছবি’টা।
কোলাহল হতে একটু দূরে,
নীরবতার চেয়েও
আর একটু বেশি নিরবে।
ঐ নীল আকাশের শীতল
নীলিমার মাতন নিথল প্রাঙ্গণে,
শিহরে চলে যায়
কোনো এক আপনজন।
লোকালয়ে লুকাইতো ধ্বনি,
মানবতাহীন সেই মানবেতর
স্বর মানবের শব্দ,
এখন আর করুণার ভিক্ষায়
কে দেয় সঠিক দীক্ষা।
যবে সমাজেই ছুপানো অনেক
অভাব সামাজিক শিক্ষায়।
সবুরে সবুরে অবুঝ ও বুঝিলে
তবু কর্ণে নাহি লয়
জ্ঞানের জ্ঞানী, অন্ধ তবে-
কে ! বাইছে নেত্রবারি,
এ যুগে আছে
কি? কেউ! যুগান্তকারী।
===১২-১২-২০১২===