নিদ্রা হারা কোনও এক প্রেমিকা।
আমার আনন্দ ঠেকে,ঠেকে শিখেছে,
তোমাকে চলতে শেখাতে,
যেখানে, ঠোক্কর খাবে, তারপর,
হাজার বছর-এর, আয়ু ফিরে পাবো বলে!
দ্যাখো,পথ শুরু হবে মিলনের,
বুড়ি পৃথিবীটা,
তোমার স্পর্শে হবে যুবতী,
নিদ্রা-হারা কোনও, এক প্রেমিকা।
Subscribe
Login
0 Comments
Oldest