নিয়মের খেয়ালে
যাবে চলে বছরের পর বছর
আমরা তখনও দেখো থাকব পথে পথে,
রাজনীতি আবারও ধরেছে হাল
কে চড়বে ওই জয় রথে।
এই নিয়েই যত কাটাকাটি, হানাহানি
শুরু হল আবারও দাঙ্গা ও দ্বন্দ্ব,
সমাজ কিন্তু চায় না একদমই এসব
চায় শুধু এই নিষ্ঠুর অশান্তি হোক বন্ধ।
কিন্তু শুভ সমাজের করার কিছু নেই
দেখতে তাকে হবেই আসনের লড়াই,
শুনতে তাকে হবেই তার নিজের কান্না
কোনোরকম সঠিক বিচার ছাড়াই।
পথে পথে চলছে মিটিং, মিছিল
খারাপ রাস্তা হচ্ছে ক্ষনিকের মেরামত,
আমাদের ব্যস্ততাকে নিচ্ছে কেড়ে
এভাবেই করছে তারা বাজিমাত।
আমরা তো ব্যস্ততা নিয়েই জন্মেছি
রাজনীতির পিছনে কেন দেয় সময়,
এসবের পরেও দেখবে তুমি
তোমার দারিদ্রতা তখনও রয়েছে অক্ষয়।
অবশেষে তো বলবে তুমি
রাজনীতি অত্যন্ত পবিত্র,
হ্যাঁ, এটা ঠিক তবে
ধ্বংস হচ্ছে সেই পবিত্রতার সূত্র।
আসন তো ঐ একজনেরই, তাহলে
আমরা সাধারণ মানুষ এটার পিছে ছুটি কেন?
খেয়াল রেখো বন্ধু, রাজনীতি
তোমায় কখনও ভিক্ষারী করে না যেন!