নিরাধার পরিচিতি-শুভশ্রী রায়
আমি মিছিলচ্যুত সাম্যবাদী, দলগত পাপক্ষয় করি না।
‘সংগ্রামী’ বলে নেই খ্যাতি , শ্লোগানেবচনে শিরোনাম ভরি না।
বরঞ্চ পংক্তিতে পংক্তিতে ভরে দিই
স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আমার
একেবারে শেকড় অবধি অসাম্য ছড়ান এ সমাজ কতটা বিমার,
দেখে চুপ করে থাকে না আমার বিবেক,
কলমকে দেয় নাড়া
অবশ্যই , সব বঞ্চনার শেষকৃত্য দেখতে আমার আছে তাড়া।
একেকটি নিজস্ব পংক্তি রাষ্ট্রীয় লুটপাটের বিরুদ্ধে ক্রুদ্ধ উচ্চারণ,
জ্বলন্ত শব্দ নিয়ে অসাম্যের বিরুদ্ধে অক্ষরের মিছিল আমরণ।
******************************************
Subscribe
Login
0 Comments
Oldest