নিষ্পত্তি
অনেক পুরোনো অভ্যেস
পান খাওয়া ছেড়ে দিলাম।
ভাবতে কষ্ট হচ্ছে।
গলার কাছে জমবে না
আর কোন দিন দানাদার আরাম।
শাহাজাদি জর্দার মাদকতাময় সুগন্ধি,
সাদা আলা পাতার হাঁচি তোলা
ঝাঁঝাঁলো তেজ, হিক.ক্কা…হিক.ক্কা
বাবা জর্দার বয়সী ভারিক্কি।
যদিও বয়স বেড়ে বেড়ে
পেড়িয়ে এলো প্রায় তিন কুড়ি।
আর ক’দিন পর বনে যাবো
অন্ত:সারশূণ্য উটকো আঁকিঞ্চন।
থাকবে না একপয়সা
রোজগার করার মুরোদ।
কোথায় পাবো, কার কাছে চাবো,
পান খাওয়ার টাকা?
তাই পুরাতন বিশ্বস্ত ভৃত্যের মত
আগে ভাগেই ছেড়ে দিলাম,
প্রিয় অভ্যাসটি।
যাতে কোনভাবেই না থাকে
শেষ যাত্রার দায়।
Subscribe
Login
0 Comments
Oldest