নিয়োগের সৎকার – অসীম চক্রবর্ত্তী
নিয়োগের অন্ত্যেষ্টি হচ্ছে রাজনীতির মহাশ্মশানে
দাউ-দাউ করে জ্বলছে বঞ্চিত উত্তীর্ণরা
কয়েকশো দিন ধরে জলন্ত আন্দোলনের চুল্লিতে।
অথচ নির্বাক ধৃষ্ট প্রশাসন, উদ্যোগী নয় নেভাতে
বঞ্চিত অধিকারের ঠান্ডা আগুনের ঐ নির্মম জ্বলন
শুধু নিজেরা ব্যতি-ব্যস্ত ইল্লতের গলাসর্দির কুল্লিতে।
ক্রমেক্রমে প্রকাশ্যে এলো, হৃৎপিন্ড নিংড়ানো উৎসুক অযোগ্যের রক্ত
থাকে থাকে সাজানো রয়েছে লুকানো বেআইনি দামি কক্ষে
কয়েক বছর ধরে যারা নিযুক্ত হয়েছিল অযোগ্য নিয়োগের ভ্রষ্টাচারে।
এতো রক্ত, এতো দীর্ঘ নিঃশ্বাস হয়তো বহুদূর বয়ে গেছে চলে
অপসংস্কৃতির মধ্যে ভেসে, লুটের রাজনীতির চোরা স্রোতে
তবুও নিরুত্তাপ নির্লজ্জ প্রশাসন, কখনও ভাসছে কখনও ডুবছে তার আত্ব কুবিচারে।
শতশত বুকের চাপা কান্না ওরা কি শুনতে পায়নি কখনও?
ঐ নির্বোধ নিথর রাজনীতির প্রলুব্ধ আগাছাড় দল
শুধু কি করেছে পাপ, নির্ভয়ে গড়েছে টাকার পাহাড়?
যারা পায়নি সুবিচার, জ্বলছে আজ আন্দোলনের চুল্লিতে
দিন গুনছে অসহায়, একটু সুবিচারের আশায়
মিলবে কি যোগ্য কর্ম সংস্থান? যা পাওয়া উচিৎ তাহার।
আজও অধিকার রয়েছে রাস্তায় আন্দোলনে –
রক্তে ভেজা থক-থকে যোগ্যতা কঠিন প্রশ্নের মুখে!