নীলান্তর
মোনালিসা, দূরে যেয়োনাকো তুমি,
এই সমাজের মানুষ তো ভালো নাকো;
চারিদিকে হিংসা,দ্বন্দ্ব, হত্যা চলছে
তুমি ফিরে এসো মোনালিসা:
ফিরে এসো নক্ষত্রের দুনিয়াই।
তুমি যেয়োনাকো ভুলে আমার
ফিরে এসো আমার হৃদয়ে;
নীল থেকে নীলান্তরে
মন থেকে মনের গভীরে এসো।
সোনালি চাঁদ শিশিরের জল
আজ সবি তোমারি দিতে চাই
তুমি ফিরে এসো একবার
চলে যেয়োনাকো দূর থেকে বহুদূরে।
মোনালিসা, তুমি তো নক্ষত্রের দ্বীপ
আলো দাও জোনাকির বুক চিরে;
সৃষ্টি করো কল্পনার জগৎ
আর সৃষ্টি করো মানুষের অন্তর।
চলে যেয়োনাকো প্রান্তরের ঘাস ছেড়ে
চোখের বিছানায় ছায়াঘেরা রাত
ফিরে এসো আমার বুকে
ফিরে চাও আমার দিকে।।
১৫/১০/২০২১
Subscribe
Login
0 Comments
Oldest