নীলালীনা
কে তুমি,একেলা নিশিতে অন্ধকারে ?
তুমি কি নীলালীনা,যে আসে স্বপনে?
কুয়াশার আড়ালে শুবশ্রী মুখ আচ্ছন্ন,
চলনের কম্পাঙ্ক বলে তুমি নীলালীনা!
তুমি হিমায়িত বাষ্পের ব্যপনতা,
তুমি শিশির ভেজা পাতার জলের ফোটা,
তুমি নিশ্চুপ ,তুমি স্বর্নলতা !
যে নীলালীনা আসে মোর কল্পনা
আমি কি দেখিনি তাকে?
বুঝিনি কি তার চোখের ভাষা ?
তবুও সে অনুভুতির আড়ালে নিখোজ!
অজানা ভোরের বাতাসে ভেসে আসে সুর
সে সুর কত না কোমল ,কত মধুর
সদ্য ফোটা শিশির ভেজা গোলাপ তোমায় চিনে,
তুমি মিশে আছ মোর প্রতিটা নিদ্রাহীন ভোরে ।
নীলালীনা!!
তুমি ফিরে আসো, আসো এ সবুজে
ফিরে আসো এ কুয়াশায়,
শিশির ভেজা ঘাস তোমার পদচিহ্নের অপেক্ষায়!!
Subscribe
Login
0 Comments
Oldest