নীল চোখ
সীমা, তোমার আয়ত নীল চক্ষু যুগল
বড় মায়াবী এবং ভয়ানক হৃদয়গ্রাহী।
যতবার চেয়েছি দৃষ্টির সীমানায়
ততবারই অপলক পুড়েছে আমার মন।
যখনই ও চোখে চোখ পড়ে আমার
তখনই শিশির সিক্ত দুর্বা ঘাসের ন্যায়
অক্ষিগোলক ভিজে যায় নোনা জলে।
আমার বেদুঈন মন তখন
পরযায়ী পাখীর মত
যাযাবর হয়ে যায় অবচেতনায়।
আমি হন্যে হয়ে চেতনায়
খুঁজে ফিরি অন্য ভূবন, একান্তে।
মনের গহীনে ব্যথার নীল নিমেশেই
সপ্তবর্ণা রংধনু খেলে যায় সর্ষে ফুলের
গন্ধে মাতাল হলুদে……………।
তবুও আমার বিষন্নতা খুঁজে ফিরে
ওই নীল দু’চোখ আমারই আবেগী বসন্তে।
Subscribe
Login
0 Comments
Oldest