ডাকচিঠি -১৫
আমার প্রিয় দিনের
প্রিয় রাত্রি শেষ হয়ে গেছে।
দূরে পিরামিড অন্তরে প্যারিস
বিরহের নক্ষত্রে প্রেম নিবেদন জানিয়ো –
না হয় মেঘের রাশি দেশ পাল্টাই
তবুও তোমার হওয়ার মতো একটু যোগ্য করে নিও।
লাল গোলাপ হলুদ ফাগুন
আমি দরিদ্র দুচোখে আঘাত
কাঁদিনি মরুভূমি কাঁদিনি তো পাহাড়
পার হয়ে গেলে শুধু অশ্রুই শুধাই।
কিন্তু কেন এমন অভিযোগ?
সামর্থ্য নেই গোলাপের দাম দেওয়ার
অপরাধী মানুষ বানায় ফুলগুলির পবিত্র হৃদয়
নিরাশার মন্দিরে কাঁপন ধরায়।
প্রিয় এক রোদ্দুর প্রিয় এক আকাশ
জোনাকির নীল মুখে শুকিয়েছে আঁধার।
নক্ষত্র বুঝি চেয়েছিল অমরত্ব লাভ করতে
নাকি ইউক্রেনের সৈন্য পরাজয় পেয়েছিল
তিলোত্তমা নগরীর দ্বারপ্রান্তে !!
বনানীর প্রান্তরে সূর্য গেছে ডুবে
জীবন হারিয়ে অভিশাপ কাল্পনিক মিউজিয়াম
আমি নিমিত্ত সমাধি সবুজের পাতায়।।