নীল ডায়েরির কবিতা-২৭
বসন্ত মেঘের পালক ছড়িয়ে
এসেছিলাম আমি এই ফাগুনে
নিদারুণ ভাবে প্রেমের সংকল্প নিয়ে।
আদি কাল ধরে এখানে আঁখর পেতেছি
আকর্ষণের পাতাকে মেলে ,
ফাগুনে ফুঁটেছে ফুল
ঝড়ো হাওয়াকে মান্যতা দিয়ে
এখনও স্টশনের ল্যাম্পপোস্ট
আজো সেখানেই দাঁড়িয়ে আছে
ঝলসানো রোদ্দুরে।
এখানে ছায়া ফেলেছে মনুমেন্টগুলো
তাজা রক্তের ব্যথিত হৃদয়ে –
মনে হচ্ছে তাঁরা ফিরে গেছে
গ্রীষ্ম আসার প্রাককালে।
Subscribe
Login
0 Comments
Oldest