নীল ডায়েরির কবিতা-৬
নিস্তব্ধতায় ঘিরেছে রাত
জোনাকির কারাগারে
অপার ঐশয্যের বেশে
তুমি দেখা দাও বারে বারে
পৃথিবীর জীর্ণ মানচিত্র ভেদ করে।
পৃথিবীর চেনা পথ শেষ হয়ে গেছে
শেষ হয়ে গেছে সব – তবুও নয়…
থেমে থাকা নয় তো আর কিছু
তার চেয়ে ঢের বেশি প্রিয়
প্রিয় সবি মানব-মানবী।
Subscribe
Login
1 Comment
Oldest