নীড় হারা পাখি
পাখির গ্রাম গণেশপুর
শূন্য ঘরে শূন্যতায় পুরে
জীবনের সুখ খুঁজে ধারে ধারে
কপালে মিললো না মাথা গুজার ঠাঁই।
আজ এখানে কাল সেখানে,
পাখির মন বসে না কোনো খানে।
ঘর ছাড়া গ্রাম ছাড়া,
সুখের সন্ধানে দৌড়ে পালায়
এ পাড়া ঐ পাড়া।
পাগল মন কেন সারাক্ষণ
করে জালাতন?
মনের তাড়নায় ছুটে চলে
পাহাড় -পর্বত এক করে।
পাখির মন বসে না কোনো নীড়ে
অবশেষে যাযাবর হয়ে ঘুরে ফিরে।
সালমা
Subscribe
Login
0 Comments
Oldest