নেভে না সূর্য, জেগে আছে স্বর্গে
মৃত্যুর মিছিল দেখেছো স্বর্গ?
দেখোনি’তো, বহুকাল।
এখন দ্যাখো, হুঁস নেই মৃত্যুর,
যেখানে, সেখানে তার ডাক।
আমেরিকা, ব্রাজিল-এ সিমেট্রি’তে জায়গা কম।
আমার দেশেও, কখনও বাড়ে, কমে।
মৃত্যু, আর কত জায়গা চাই, তোর?
ভরে যাচ্ছে, কালনাগিনী’র নিশ্বাসে।
বিধাতা, মৃত্যুর নাম রেখেছে, ‘করোনা’।
ভাইরাস হয়েছে, আজ মৃত্যুদূত।
কখন, কোথায়, কাকে যে ডাক দেবে?
রাত্রিরা হয়েছে বড়, দীর্ঘায়িত।
স্বর্গ, তখন নেমে আসে জীবনে।
‘স্বর্গ – সুখ’, জমা আছে, অতীতের কাছে।
জেনে গেছি, ভবিষ্যৎ, পরেও থাকতে পারে,
দীর্ঘশ্বাসে ভরা, অতৃপ্তে’র মর্তে।
এই মৃত্যু মিছিলেও, যদি বেঁচে থাকতে পারি!
তবে,মর্তে’র কোন সে স্বপ্ন, জেগে থাকে?
মহামারীর অন্ধকার, পারবে মুছে দিতে?
নেভেনা সূর্য, জেগে আছে, স্বর্গে।