পঁচিশে বৈশাখের কবিতা (পঞ্চম পর্ব)
পঁচিশে বৈশাখের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
পঁচিশে বৈশাখ আসে মনের হরষে,
দুঃখ দৈন্য যত ঘুচে সুখের পরশে।
এসো হে বৈশাখ! আনো আরো উত্তাপ,
ঘুচে যাক কালিমা, শোক জরা তাপ।
ধরায় নবরূপে আসুক প্রতি বরষে।
পঁচিশে বৈশাখ আসে মনের হরষে,
আজি বসুধায় বাজুক মিলনের শংখধ্বনি,
ঐ আসে পঁচিশে বৈশাখ, শুনি পদধ্বনি।
রবীন্দ্র সংগীতের সুরে বৈশাখের আগমনী।
এসো হে বৈশাখ! মোরা কান পেতে শুনি।
এসো হে পঁচিশে বৈশাখ এ বসুধায়,
লীন হয়ে যাক তব সুরের মূর্ছনায়।
জন্ম নিক আবার আরো এক রবি কবি,
যার কিরণ ছটায় নির্মল প্রকৃতির ছবি।
সারা বসুধায় বাজুক মিলনের শংখধ্বনি,
ঐ আসে পঁচিশে বৈশাখ, শুনি পদধ্বনি।
রবীন্দ্র সংগীতের সুরে বৈশাখের আগমনী,
এসো হে বৈশাখ! মোরা কান পেতে শুনি
শঙ্খনাদ। বিদুরিত হোক জগতের কালিমা,
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক কবির অমর মহিমা।
কবি রবি ঠাকুর! আবার এসো এ ধরায়,
নাটক, আবৃত্তি ও তব সংগীতের মহিমায়।
সারা বসুধায় বাজুক মিলনের শংখধ্বনি,
এল পঁচিশে বৈশাখ, তাই শুনি পদধ্বনি।
রবীন্দ্র সংগীতের সুরে বৈশাখের আগমনী।
এসো হে রুদ্র বৈশাখ! কান পেতে শুনি।
নব নব রূপে তাই আসুক প্রতি বরষে,
আজি এল পঁচিশে বৈশাখ মনের হরষে।