পথশিশু
ঢাকা শহরের অলিগলিতে
পথশিশুদের অভাব নাই ,
নাই তাদের থাকার গৃহ
পথই তাদের থাকার ঠাঁই ।
পায় না তারা মায়া মমতা
বাবা মার স্নেহ আদর ,
কঠিণ শীতেও আঁদুল গায়ে
পায় না তারা উঞ্চ চাদর ।
ধনীর দলাল পেট ভরে খায়
নাই অভাবে পায় সব বাবার ,
পথশিশু খায় ক্ষুধাতে
ডাস্টবিনের পঁচা নোংরা খাবার ।
রোদ বৃষ্টি ঝড় তুফানে
আমরা যখন ঘরের কোণে ,
তখন ওরা বজ্রপাতের
জীবন হানির শব্দ শোনে ।
অসুখ বিসুখ হলেই বা কি
তাদের সেবা করবে কে ?
আজকে তাদের বাঁচার তরে
বুকে জড়িয়ে ধরবে কে ?
দোষ কি ওদের জন্ম নেয়া
নাকি কারো জন্ম দেয়া ?
এ অভিশাপ আজ ঘুচে যাক
পাক ওরা আজ স্নেহছায়া ।
Subscribe
Login
0 Comments
Oldest