পথেই খুঁজি পথ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পথেই খুঁজি পথ
– শফিকুল ইসলাম বাধল

পথ জানে না পথের কোথায় শেষ;
হঠাৎ করেই হলে নিরুদ্দেশ।
কই লুকালে, কোথায় তোমায় খুঁজি;
দুচোখ বলে এইতো এলে বুঝি!

কাঠবিড়ালী শিশিরভেজা ঘাসে
লাফিয়ে চলে; লেজ উঁচিয়ে হাসে।
ফাগুন এলে রাঙা অস্তরাগে;
মনের মাঝে উতল আশা জাগে।

চৈত্র মাসের তপ্ত উদাস হাওয়া;
আমার শুধুই মর্মে মরে যাওয়া।
বৃষ্টি এলে বর্ষাবিধুর রাতে;
ঘুম থাকে না আমার আঁখিপাতে।

তবুও আমি পথেই খুঁজি পথ;
ছুটেই চলে বিফল মনের রথ।
তোমার খোঁজে চলেছি পথ বেয়ে;
দূর সুদূরের পথের পানে চেয়ে।

রচনাকাল: ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২১

 

0

Publication author

0
কবি শফিকুল ইসলাম বাদল বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সামুদ্রিক মৎস্যবিজ্ঞানী ও গ্রন্থকার। তিনি ২০১০ সালে কাহিনী কাব্য 'বাংলা আমার জননী আমার' প্রকাশ করেন। তাঁর কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। তিনি কয়েকটি অনলাইন সাহিত্য গ্রুপের উপদেষ্টা।
Comments: 0Publics: 12Registration: 13-10-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।