পথেই খুঁজি পথ
পথেই খুঁজি পথ
– শফিকুল ইসলাম বাধল
পথ জানে না পথের কোথায় শেষ;
হঠাৎ করেই হলে নিরুদ্দেশ।
কই লুকালে, কোথায় তোমায় খুঁজি;
দুচোখ বলে এইতো এলে বুঝি!
কাঠবিড়ালী শিশিরভেজা ঘাসে
লাফিয়ে চলে; লেজ উঁচিয়ে হাসে।
ফাগুন এলে রাঙা অস্তরাগে;
মনের মাঝে উতল আশা জাগে।
চৈত্র মাসের তপ্ত উদাস হাওয়া;
আমার শুধুই মর্মে মরে যাওয়া।
বৃষ্টি এলে বর্ষাবিধুর রাতে;
ঘুম থাকে না আমার আঁখিপাতে।
তবুও আমি পথেই খুঁজি পথ;
ছুটেই চলে বিফল মনের রথ।
তোমার খোঁজে চলেছি পথ বেয়ে;
দূর সুদূরের পথের পানে চেয়ে।
রচনাকাল: ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২১
Subscribe
Login
0 Comments
Oldest