পথের সাথী
পথের সাথী
হাকিকুর রহমান
গভীর নিশীথে বাঁশ বাগানের জোনাকগুলোর
কাছ থেকে এক মুঠো আলো ধার করে নিয়ে
জেগে থাকা। হোগলা পাতার ছাউনি ঘেরা
গৃহকোণে ঘুমিয়ে থাকা কাঠুরের যুবতী বঁধুর
স্বপ্নে এসে ভর করে কোন এক সোনালী মেঘ।
নৈবেদ্যর থালি হাতে দ্বারে দ্বারে ঘুরে ফেরে
কোনও এক অশীতিপর ভিখারিনী, এতটুকু
আশা নিয়ে বুকে, যে আজ কোনোমতে ভরে যাবে
রঙিন ফুলে ফুলে থালাটি। ওই এক মুঠো আলোতে
নিজেকে নতুন করে চেনা, আর স্বপ্নগুলোকে
উদাসীন মেঘের ভেলায় ভাসিয়ে দিয়ে
তন্ময় চেয়ে থাকা নীলিমার পানে।
আসমুদ্র হিমাচল ঘিরে সোদা মাটির ঘ্রাণের
হাতছানিতে আবার পথকে চলার সাথী করা।
Subscribe
Login
0 Comments
Oldest