প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি হেঁটেছি অনেক পথের পর পথ

অনেক দেখেছি নাট্যকলা; সবুজের হরণ:

চলে গেছি বহুদূর শান্ত বাতাসের পথ ধরে।

 

 

তাঁরা আর ফেরেনি, ভুলেছে পথ

স্টেশনের লাল বাতি জলে

সব চুপ ঘুমাবার প্রয়োজন হয় তাঁদের।

 

 

একা-একা করেছি অনুভব নীলাকাশের নীচে

আলো নিভে গেছে স্টশনে – এখন অনেক রাত

গভীর স্বপ্ন তাঁহাদের হৃদয়ে;-

 

 

আমি চোখ মেলি : ঘুম নেই আমার

সাদা চিলেরা উড়ে যায় মাথার উপর দিয়ে

চারিদিকে অন্ধকার, মুখোমুখি কল্পনার জগৎ।

 

 

সারারাত নির্জনে ঘিরেছে জোনাকি

এভাবে কখন যেন চলে গেছে তাঁহারা

আমি দেখিনি, মিছে হয়েছে চাঁদ;

 

 

সমস্ত রাত কেটে গেছে স্টশনের মিনারের নীচে

শহরের পথে পথে লাশ কাটার ঘর

সবাই মরে গেছে এ শহরে;

চিরঘুমে ঘুমিয়ে গেছে তাঁহারা,আর জাগে না

প্রকৃতির ক্ষুধা মিটে গেছে

মিটে গেছে তাঁহাদের বুকের সকল আশা।

 

 

কফিনে মোড়া সমস্ত মৃতদেহ

মিশরের পিরামিডে মমির সমাধির অপেক্ষায়

একমাত্র তাঁদের আমি যাযাবর –

 

 

নিকোটিনের ধোঁয়া শহরের পথে পথে জ্বলে

চোখ বুজে দেখি সবই- মুখ লাল হয়ে যায়

তারপর আমার ক্লান্তি চলে আসে।।

 

 

 

২০/১০/২০২১

 

 

 

 

0

Publication author

2
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 555Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।