পদ্ম পাতার নীড়
ভালোবাসার সুন্দর স্বপ্নগুলো যখন হারিয়ে যাবে,
নিঝুম প্রহরের সেই অশান্ত ভালোবাসা স্মৃতি হয়ে যাবে,
প্রতিটি নিঃশ্বাস স্মৃতিগুলো মনে করিয়ে দিবে,
নাকি, প্রথম কবিতার মত এসে ধরা দিবে হৃদয়ে।
হৃদয়ের নির্মম যন্ত্রণাগুলো যখন অভ্যর্থনা জানাবে,
চোখের ভাষার সেই কথোপকথন শিশির হয়ে যাবে,
মনের গভীর সম্পর্কগুলো মনে করিয়ে দিবে,
নাকি, পূর্ণিমা শশী হয়ে ভরিয়ে দিবে এই হৃদয়।
ভালোবাসার নির্মল আনন্দগুলো যখন ধূসর হবে,
উজ্জ্বল মুখের সেই নির্মল হাসি মলিন হয়ে যাবে,
হৃদয়ের নিষিদ্ধ শিহরণগুলো মনে করিয়ে দিবে,
নাকি, চোখের অশ্রু বিন্দু মুছিয়ে দিবে কোমল হাতে।
নীলিমার উজ্জ্বল নক্ষত্রগুলো যখন মেঘ আড়াল করবে,
গভীর রাতের সেই অকৃত্রিম ভালোবাসা মিথ্যে হয়ে যাবে,
আমার প্রতিটি রজনী দুর্বলতার কথা মনে করিয়ে দিবে,
নাকি, মনের সকল চিন্তা দূর করে দিবে ভালোবেসে।
সরোবরে সদ্য ফোটা পদ্মগুলো যখন ঝরে যাবে,
তোমার ভালোবাসার সেই অনুগ্রহ উপহাস করবে,
জীবনের বিচিত্র অভিজ্ঞতাগুলো মনে করিয়ে দিবে,
নাকি, ভালোবেসে পদ্ম পাতার নীড় গড়ে তুলবে।