পবিত্র নেশা
কবিতা? তার কাছে সব নেশা ফিকে!
শুধু শ্লোক চোখে পড়ে এ দিকে ও দিকে।
কবিতা? মাথায় চেপে গেছে মাদকের মতো,
ভরপুর গদ্যময়তায় আর হই না সম্মত।
কবিতা? সে যেন এক বিশুদ্ধ আফিম।
সারা দিন ধরে থাকে সৃজনের ঝিম।
Subscribe
Login
0 Comments
Oldest