পরমাণু (পাঁচটি)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

(১) একাই আশির মান

আত্মার টানে কখনো যে কেউ
অন্তরে দিলে বাস,
দেখবে সে বয় প্রয়োজন কালে
একাই আশির শ্বাস।

(২) আমাদের বাস

বহুদূর থেকে একদিন এসে
বসেছিলে বলে পাশে,
আজও জেগে আছো হৃদয়ের কোণে
ঘুরি আমি দূর বাসে।

(৩) প্রেমের ঘরে হেম

একদা আমারে নিরালায় ডেকে
দিয়েছিলে ঢেলে প্রেম,
মূল্য পায়নি এ’ প্রাণের কাছে
ক্ষণকাল আর হেম।

(৪) আঁধারের শশী

আন্ধার দেখে গগণের বুকে
জাগলে নিশীথে শশী,
নিজেরে বিলাতে ক্ষয়ে ক্ষয়ে মুখ
ভাবে কি কারেও দোষী?

(৫) জানের গান

দেহের বন্দে বইলে ছন্দে
ধমনী বা উপশিরা,
কিছু অঞ্জন টেকসই ধন
হয়ই যা সুতির গিরা।

0

Publication author

4
কবির জন্ম ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট, নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ও মাতা মরহুমা লুৎফুন নেছা। কবি বর্তমানে একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।
Comments: 18Publics: 79Registration: 30-08-2022
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।