পরিশেষে
পরিশেষে..
এ শহর যে আজ বড়ই নিরস,
খবর নিয়েছো কি কখনও,
সময় চলছে তারই মতো,
বিরাম পাইনি এখনো,
আগন্তুকের সেই আসর বসেনা ,
সময় যে আজ কম,
কলের মানুষ চলছে খালি,
দিচ্ছে শুধু দম,
অবসাদ ও আজ বেঁধে দিয়েছে
শিকলে তার দার,প
পরিশেষেতবে বলতে পারি,
ঘুরে এসো একবার।
Subscribe
Login
1 Comment
Oldest