পারবি কি তুই!
নতুন জলে দল বেঁধে মাছ উঠলে খেলায় মেতে,
ঘামবে চেয়ে কানা বগি খুব লোভে ওঁত পেতে।
পাতবে রে ফাঁদ কেউ তো পাশে
দিক যতোই ডাক শুঁটকা হাসে
সব সয়ে সে জাগলে গাছে ঘাপটি মেরে ঝুলে,
পারবি কি তুই থাকতে সখা দেখলে আমায় ভুলে!
বর্ষা কালের বিহান বেলা বৃষ্টি গেলেই ছাড়ি,
ইস্কুলের দল ভুল না করে ডোঙায় দিবে পাড়ি।
ফিরতি পথে শাপলা পেয়ে
ইচ্ছে মতো তুলতে নেয়ে
না যদি থোয় প্যান্ট জামা কেউ মনের ভ্রমে খুলে,
পারবি কি তুই থাকতে সখা দেখলে আমায় ভুলে!
চৈত্র মাসে তাল পুকুরের ঘোলা হাঁটু জলে,
ভাবিস ওরা ধরবে না মাছ আর নেমে সদলে?
ট্যাংরা বা শিং মারলে গুঁতো
খুঁজবে কে রে ক্ষণিক ছুঁতো!
তবু যদি ফুঁক না দিতেই হাত বিষে যায় ফুলে,
পারবি কি তুই থাকতে সখা দেখলে আমায় ভুলে!
ভর দুপুরে গুলতি হাতে সজাগ দুটি আঁখি,
চষবে রে ঝোপ ডালের আড়ে বারেক ডাকা পাখি!
শালিক কাকের গোপন বাসা
গড়বে কতক ডাগার আশা
গোল্লাছুটের সেই যে বুড়ি কাঁদলে যে কেউ ছুঁলে,
পারবি কি তুই থাকতে সখা দেখলে আমায় ভুলে!
পোউষ মাসে জাম গ্রামের সেই মেলার রীতি স্বরে,
নাড়ার পালায় আগুন দিতে জাগবে না কেউ ভোরে!
বিকেল হতেই চশমা বাঁশি
মেলবে মোটু-ছোটুর হাসি
লাল যে ফিতে দুলবে তাও দুষ্টু বোনের চুলে,
পারবি কি তুই থাকতে সখা দেখলে আমায় ভুলে!