পার্শ্বপ্রতিক্রিয়া
পার্শ্বপ্রতিক্রিয়া
আহমেত কামাল
রোজ আপনাকে দেখছি আর ভারসাম্য নষ্ট করছি কোথায়।
কোথাও গড়িয়ে পড়ছে,,,
লেখার অক্ষর,চিন্তাশক্তি এবং
আমার ঘর।
অথচ
আপনি হাঁটছেন,,
অায়নায় দাঁড়িয়ে কপালে এঁটে দিচ্ছেন শীতকালীন চাঁদ,
শরীরময়
হাসনাহেনার হাসি।
রোজই
আপনি স্বাবলম্বী হচ্ছেন সাহসে
চিন্তায়।
এমনকী হাসিতে।
অথচ
দ্যাখুন,,,, আপনাকে দেখে ক্যামন ডুবে যাচ্ছি,, কোথাও
কোথাও ঢুকে পড়ছে
আমার পৃথিবী নতুন মেরামত নিয়ে।
– হ্যালো আপনাকে বলছি,,,
আপনি কী অবগত আছেন প্লিজ!!
Subscribe
Login
0 Comments
Oldest