পাহাড়
আমার যেতে ইচ্ছে করে পাহাড়ের ওই কোলে
যেথায় বৃক্ষ লতা হওয়ার তালে দুলে।
যেথায় আকাশ থেকে তুষার বৃষ্টি ঝরে
সমগ্র পাহাড় ছেয়ে আছে ঝাউবন আর বাঁশঝাড়ে।
পাহাড়ের বুক থেকে ঝর্না পরে গড়িয়ে
সেসব কিছুর মাঝে আমার মন যায় হারিয়ে।
পাহাড়ের তুষার গলে বেয়ে পড়ে ঝর্না
কি অপরূপ দৃশ্য দেখে চোখ ফেরানো যায় না!
প্রতিনিয়িত হয়ে যাচ্ছে মেঘ পাহাড়ের মিলন
মন আমার করতে চায় পাহাড়ের বুকে ভ্রমণ।
Subscribe
Login
0 Comments
Oldest