পাহাড়ি নদী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পাহাড়ি নদী
-ভাস্কর পাল

ঝড়ের বেগে শীর্ণ পথে খরস্রোতা এক নদী ছোটে,
খাঁচা থেকে পেয়েছে ছাড়া, হয়ে উঠেছে দিশেহারা।
কোন পথে সে যাবে? নিজেও জানে না!
কোথায় গিয়ে হবে শেষ নেই যে ঠিকানা।।

সে নদী উত্তেজিত, স্রোত যে প্রবল তীব্র,
ভাঙন খেলায় মেতে উঠেছে তীব্র বেগে নেমে আসছে।
সময়ের সাথে বিবাদ করে একই সাথে চলবে বয়ে
সময় যেমন নেই যে থেমে, নদী চলছে প্রবল স্রোতে।

আঁকাবাঁকা পথ, মাঝে মাঝে এবড়ো খেবড়ো নুড়ির পাহাড়
বাধা এসে কত শত সব, সম্মুখেতে দাঁড়ায়-
স্রোতের সাথে বয়ে নিয়ে চলে, নুড়ি-কাঁকড়-বালি সব
হেথা হতে কোথা ছুটে চলে, পাহাড়ি নদী বয়ে যায়।

জলের ধারা উচ্ছসিত নবীন বেগের সঙ্গী
সব বাধা ফেলে ছুটে চলেছে পাহাড়ি নদী তেজি।
পাহাড়ি সেই ছুটতি নদী আপন বেগে যাচ্ছে ছুটে
বয়ে যাচ্ছে অজানা পথে উৎস হতে মোহনাতে।।

0

Publication author

offline 6 months

ভাস্কর পাল

0
আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া নিজস্ব একটি কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছ।
Comments: 0Publics: 121Registration: 10-07-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে