পুরোনো নীড়
তুমি রোমাঞ্চ নিয়ে আমার বুকে আসো নি,
এসেছিলে নীরব শান্তি নিয়ে
শরতের শীতলতা নিয়ে।
যা আমার চাওয়া পাওয়ার
গন্ডির সীমানা অতিক্রম করে,
নীরবে বুনেছিলে বাবুইয়ের নীড়
নিপুণ কারুকার্যে,
ঠোঁটে বয়ে আনা খড়কুটো
প্রাচীর তুলেছিলো মাতাল হাওয়া
আর গভীর বিভেদের মাঝে।
বিচরণ ক্ষেত্র ছিলো ছোটো
দেহ মনের উষ্ণতা সহজেই
অনুভব করা যেত,
কারো চোখ ঝাপসা হলে
সহজেই আদ্রতা খুঁজে পেতো
অপরের দৃষ্টিপথ।
কী জানি কিভাবে ছেড়ে এলাম সেই
বাবুইয়ের বাসা!
নিলাম আশ্রয় চড়ুইয়ের অট্টালিকা পরে,
ব্যাস! সেই দিন থেকে আমি খুঁজে মরি
আমার খড়কুটোর অতীত আশ্রয়।
Subscribe
Login
0 Comments
Oldest