পূণ্য অর্জন
সারাজীবন ঘুরে ভুবন ,
ভাবি আমি মনে মনে –
মানবের তরে মানব না হই ,
তবে যে জন্ম অকারণ !
যদিও মানব দেখে কারণ ,
লাভ বা লোকসানে ।
আমারও তো ধর্ম একই !
তবে একটু আলাদা-
করি আমি পূণ্য অর্জন ।
জানি আমি এ লখ্খন ,
বোকাদেরই সব হয় ।
এমন পাগলামি মতিভ্রম ।
লুটিয়ে তারা সব !
সর্বহারা হয়ে ভুবনে ,
করতে চায় অদৃশ্য আহরণ !!
Subscribe
Login
0 Comments
Oldest