পৃথিবীর চোখ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কাছে দূরে কেবলি মানব,স্বপ্ন;

হৃদয় গহ্বরে চেতনার শব্দ

শহর,নগর, বন্দর অবসাদ

মানুষ সর্বদা গ্লানির দাস,

মরুভূমিতে ঠেকে গেছে জীবন

মৃত্যু,জন্ম, ক্ষয় ,প্রেম

তবু মুখোশ ছিল মানুষের মুখে

এ পৃথিবীর চোখ ব্যতিক্রমের দিকে।

 

 

কঠিন এ-সব শূন্যতা

বাস্তবের রেখাজাল মহিমা;

একটি দেশ ব্যর্থ অবিচল

মানবের অসহায়তায়:-

অবশেষে মাটিতে মিশে গেছে চোখ

বুকের উপর শুকনো মনের ঘ্রাণ;

 

 

এখনো কি ভাবি?

যে দিনের নিসর্গের হৃদয়ে

পৃথিবীর চোখ নিঃসঙ্গ হয়ে

মানুষে মানুষের ভিড়

শেষ রাতের আদিম কালে।

আর নেই; সে কি কেউ

উল্কার পতনের আলো

বুকে করে আগলে রাখে।।

 

১১/১০/২০২১

 

 

 

0

Publication author

2
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 555Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।